ঢাকা     শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির খুনিরা দেশের বাইরে থাকলেও তাদের খুঁজে আনা হবে: নৌপরিবহন উপদেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৫০, ২ জানুয়ারি ২০২৬
হাদির খুনিরা দেশের বাইরে থাকলেও তাদের খুঁজে আনা হবে: নৌপরিবহন উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। 

শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চ ঘাট’ নামকরণের ফলক উন্মেচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের মুখোস উন্মোচন করা হবে। এ মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি সবাইকে জানানো হবে। 

তিনি বলেন, “হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই পৃথিবী যতদিন থাকবে, বিল্পবীদের নাম যদদিন থাকবে, ততদিন হাদিকে মানুষ মনে রাখবে। যেহেতু হাদি নলছিটির সন্তান, তাই তার জন্মস্থানের লঞ্চঘাটটির নাম তার নামে করা হয়েছে। এটা স্থানীয়দের দাবি ছিল। 

ব্রিগেডিয়ার এম সাখাওয়াতের সঙ্গে ছিলেন হাদির বোন মাছুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সন্তান সেলিমের বাবা সুলতান হোসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম, বিএডব্লিটিএ’র পরিচালক (বরিশাল) আমজাদ হোসেন, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব এবং ওসি আরিফুল আলম।

এদিকে নৌ উপদেষ্টার সামনেই হাদি হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে তার সহকর্মী, প্রতিবেশী ও স্থানীয় যুবকরা বিক্ষোভ করে। পরে বিচারের আশ্বাস দিয়ে নৌ উপদেষ্টা তাদের শান্ত করেন। 

পরে শহীদ হাদির বোন মাছুমা সাংবাদিকদের বলেন, “হাদির মাথায় গুলি মানে, সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিচার চাই। যারা হত্যার পেছনে ছিল, তাদেরও জনসম্মুখে বিচার করতে হবে।”

হাদির বলে যাওয়া কথাগুলোর গুরুত্ব দিয়ে এ দেশের রাজনীতিবিদদের আগামীতে দেশ পরিচালনা করতে হবে বলেও তিনি দাবি জানান।

 

অলোক সাহা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়