আফিফ-ব্রুকসের ব্যাটে লড়াই করার পুঁজি পেল সিলেট
বিপিএলের এবারের আসরের দশম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শুক্রবার রাতে সিলেট টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে। জিততে রংপুরকে করতে হবে ১৪৫ রান।
ব্যাট করতে নেমে ৬৩ রানেই ৪ উইকেট হারায় সিলেট। সেখান থেকে তাদের রান ১৪৪ পর্যন্ত নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন আফিফ হোসেন ধ্রুব ও ইথান ব্রুকস। পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে ৬৬ রান যোগ করেন।
১২৯ রানের মাথায় আফিফ ফিরেন ৩১ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে। আগের ম্যাচে ঝড় তোলা আজমতউল্লাহ আজ সুবিধা করতে পারেননি। ১৩৬ রানের সময় তিনি আউট হন ব্যক্তিগত ৬ রানে। তবে ব্রুক খেলছিলেন দেখে-শুনে। ১৩৭ রানের মাথায় তাকে ফিরিয়ে স্বস্তি ফেরায় রংপুর। ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে ফিরেন তিনি। এরপর অবশ্য দলীয় সংগ্রহে আর ৭ রান যোগ বকরতে পারে সিলেট। তাতে ৮ উইকেটে ১৪৪ রানে থামে তারা।
বল হাতে রংপুরের ফাহিম আশরাফ ৪ ওভারে ১৮ রানে ৩টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৪ রানে নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
ঢাকা/আমিনুল