ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রসিংটন-নাঈমের ব্যাটে ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৪, ২ জানুয়ারি ২০২৬
রসিংটন-নাঈমের ব্যাটে ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম

বিপিএলের নবম ম্যাচে বড় জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। আজ শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম।

ঢাকা টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করে। জবাবে ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৩ রান তুলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে অ্যাডাম রসিংটন ৩৬ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬০ রানে ও মোহাম্মদ নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

তার আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ঢাকা। ১২ ওভারে ৬৬ রান তুলতেই হারায় ৭ উইকেট। সেখান থেকে লেজের ব্যাটসম্যান নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে দলীয় সংগ্রহ ১০০ পেরোয়। নাসির ২ চারে ১৭ রান করে আউট হলেও সাইফউদ্দিন ২৫ বলে ৪টি চারে অপরাজিত থাকেন ৩৩ রানে। তার আগে উসমান খান ৩ চারে করেন ২১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

টি-টোয়েন্টি ম্যাচে যেখানে ছক্কা বৃষ্টি হওয়ার কথা, সেখানে ঢাকা তাদের ইনিংসে মাত্র ১টি ওভার বাউন্ডারি হাঁকাতে পারে এবং সেটি মারেন সাব্বির রহমান। চারের মার ছিল সব মিলিয়ে মাত্র ১৩টা!

বল হাতে চট্টগ্রামের তানভীর ইসলাম ৪ ওভারে ৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। শরীফুল ইসলাম ৪ ওভারে ১৮ রানে নেন ৩টি উইকেট। শেখ মাহেদী হাসান ৪ ওভারে ৩৪ রানে নেন ২টি উইকেট। আমের জামাল ৩ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন চট্টগ্রামের রসিংটন।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে চট্টগ্রাম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়