ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৭, ২ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার জন‌্য আগামী ৯ জানুয়ারি ঢাকার মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলা‌দেশ।

শুক্রবার (২ জানুয়ারি) দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে দল‌টির কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন:

সভায় বলা হয়, গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদির হন্তারককে গ্রেপ্তার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষে ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব  মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

ঢাকা/এমএন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়