শেষ টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, আছেন পটস-বশির
অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য আজ শুক্রবার (০২ জানুয়ারি, ২০২৬) ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সফরকারী শিবিরে এই ম্যাচের আগে অনিবার্যভাবে পরিবর্তন আসছে। কারণ চোটের কারণে ছিটকে গেছেন পেসার গাস অ্যাটকিনসন। তার জায়গা পূরণ করতেই দলে যুক্ত করা হয়েছে ম্যাথিউ পটস ও শোয়েব বশিরকে। এই দুজনের কেউই এখনো চলমান সফরে ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে অ্যাটকিনসনের ইনজুরির ফলে অন্তত একজনের একাদশে জায়গা পাওয়া নিশ্চিত।
প্রথম তিন টেস্টে টানা হার দিয়ে সিরিজ শুরু করলেও মেলবোর্নে ঘুরে দাঁড়ায় বেন স্টোকসের দল। সেই জয়ে শুধু আত্মবিশ্বাসই নয়, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও ঘরে তোলে ইংল্যান্ড। এবার সিডনিতে শেষ টেস্টে জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য স্টোকস অ্যান্ড কোংয়ের।
উল্লেখ্য, মেলবোর্ন টেস্টের জয়টি ছিল ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। যা দলকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।
ইংল্যান্ডের স্কোয়াড (পঞ্চম অ্যাশেজ টেস্ট):
জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ম্যাথিউ পটস, ব্রাইডন কার্স, জশ টং ও শোয়েব বশির।
ঢাকা/আমিনুল