ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩০, ২ জানুয়ারি ২০২৬
ইরানে হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। শুক্রবার তিনি তেহরানকে এই হুমকি দিয়েছেন।

তিনি ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, তৈরি আছি এবং যেতে প্রস্তুত।”

আরো পড়ুন:

চলতি সপ্তাহে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ইরানের তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বেশ কয়েকজনের মৃত্যুর পর এটি বেশ কয়েকটি প্রদেশে সহিংস হয়ে ওঠে।

মুদ্রার তীব্র পতন এবং দ্রুত ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে রবিবার দোকানদাররা সরকারবিরোধী বিক্ষোভ শুরু করার পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ে অস্থিরতা। কয়েকটি প্রদেশে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর, ২০১৮ সালে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের পর থেকে ইরানের অর্থনীতি বছরের পর বছর ধরে সংগ্রাম করে আসছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি জানিয়েছেন, ইরানের বিক্ষোভে মার্কিন হস্তক্ষেপ সমগ্র অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়