বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন—জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
থালাপাতি বিজয়
শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করে সিনেমাকে বিদায় জানিয়েছেন এই নায়ক।
রাজনৈতিক দল গঠনের কয়েক মাস পর কয়েকটি জনসভার আয়োজন করেন বিজয়। জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি দেখে অনেকের চোখ ছানাবড়া হয়ে যায়। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে আপাতত প্রস্তুতি নিচ্ছেন বিজয়। এরই মধ্যে একজন জ্যোতিষী দাবি করলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন বিজয়।
প্রশান্ত কিনি নামে একজন জ্যোতিষী তার ভেরিফায়েড মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন—“২০৩০ সালে রাজনীতিতে সাফল্য পাবেন থালাপাতি বিজয়। ২০৩১ সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন তিনি।”
থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। গত ২৭ ডিসেম্বর মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে সিনেমাটির অডিও গান প্রকাশের আয়োজন করা হয়। বিজয়কে দেখতে এ মাঠে জড়ো হন ৯০ হাজার ভক্ত-অনুরাগী।
বিজয় ঘোষণা দিয়েছেন তার শেষ সিনেমা ‘জন নায়াগান’। কিন্তু এর সঙ্গে একমত নন জ্যোতিষী প্রশান্ত কিনি। তার ভাষ্য, “জন নায়াগান’ তার শেষ সিনেমা নয়। ২০২৮-২৯ সালেও সিনেমায় অভিনয় করবেন বিজয়। তার অভিনীত শেষ সিনেমা ২০২৯ সালে রুপালি পর্দায় হিট হবে।”
জ্যোতিষী প্রশান্তের ভবিষ্যদ্বাণী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। কেউ রসিকতা করছেন, কেউ আবার হুঁশিয়ারি দিয়েছেন। একজন লেখেন, “হ্যাঁ, ২৮/২৯ সালে আপনার পরিচালনায় বিজয় অভিনয় করবেন। কথা মনে রাখবেন।”
বিজয়ের এক ভক্ত লেখেন, “বুকমার্ক করে রাখলাম। আশা করি, এটা মুছে ফেলবে না। এর আগে মন্তব্য করেছিলেন, ‘বিজিটি সিরিজে কোহলি ৩টি সেঞ্চুরি করবেন।’ কিন্তু পরে সেই পোস্ট মুছে ফেলেছিলেন।” আরেকজন হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, “আপনার ভবিষ্যদ্বাণী যদি ভুল হয়, তাহলে আপনাকে কী ধরনের শাস্তি দেওয়া যেতে পারে? দয়া করে সেটাও ভবিষ্যদ্বাণী করে বলবেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত