ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে হাফ ম্যারাথন 

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২ জানুয়ারি ২০২৬  
মৌলভীবাজারে হাফ ম্যারাথন 

পর্যটন এলাকা মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। এতে মৌলভীবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা দৌড়বিদরা অংশ নেন। 

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কে বেঙ্গল কনভেনশন হল এলাকায় এ ম্যারাথন হয়। কনকনে শীতের মধ্যেও জমে ওঠে দৌড়বিদদের মিলনমেলা। 

বেঙ্গল কনভেনশন হল রানার্স ক্লাব এবং মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে সকাল সাড়ে ৬টায় একযোগে শুরু হয় ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটারের ম্যারাথন।

১০ কিলোমিটার ম্যারাথনে প্রায় ৮০০ জন অংশ নেন। তারা শহরতলীর কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ঘুরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এসে দৌড় শেষ করেন।

আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশব্যাপী তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ঢাকা/আজিজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়