ব্যাটিং ব্যর্থতায় ১২২ রানে অলআউট ঢাকা
বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্যাম রয়্যালসের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা। ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে। জিততে চট্টগ্রামকে করতে হবে ১২৩ রান।
মূলত ব্যাটিং ব্যর্থতায় মামুলি সংগ্রহ পেয়েছে ঢাকা। ব্যাট করতে নেমে ১২ ওভারে ৬৬ রান তুলতেই হারায় ৭ উইকেট। সেখান থেকে লেজের ব্যাটসম্যান নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে দলীয় সংগ্রহ ১০০ পেরোয়। নাসির ২ চারে ১৭ রান করে আউট হলেও সাইফউদ্দিন ২৫ বলে ৪টি চারে অপরাজিত থাকেন ৩৩ রানে। তার আগে উসমান খান ৩ চারে করেন ২১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
টি-টোয়েন্টি ম্যাচে যেখানে ছক্কা বৃষ্টি হওয়ার কথা, সেখানে ঢাকা তাদের ইনিংসে মাত্র ১টি ওভার বাউন্ডারি হাঁকাতে পারে এবং সেটি মারেন সাব্বির রহমান। চারের মার ছিল সব মিলিয়ে মাত্র ১৩টা!
বল হাতে চট্টগ্রামের তানভীর ইসলাম ৪ ওভারে ৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। শরীফুল ইসলাম ৪ ওভারে ১৮ রানে নেন ৩টি উইকেট। শেখ মাহেদী হাসান ৪ ওভারে ৩৪ রানে নেন ২টি উইকেট। আমের জামাল ৩ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।
ঢাকা/আমিনুল