শোকের শেষ দিন: খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল। ছবি: রাইজিংবিডি
শোকের তৃতীয় দিনেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন মানুষ। কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২ জানুয়ারি) জুমআর নামাজের পর থেকে কবরস্থানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নিতে সেখানে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকেই কবর জিয়ারতে আগত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিকেলের দিকে মানুষের ভিড় আরো বাড়ছে। নারী, পুরুষ ও বয়স্কদের পাশাপাশি তরুণদের উপস্থিতিও চোখে পড়ার মতো। অনেকে ফুল হাতে নিয়ে কবর জিয়ারত করছেন এবং নীরবে দোয়া পাঠ করছেন।
জামান নামে একজন রাইজিংবিডি ডটকমকে বলেন, “দুপুরের পর থেকেই কবর জিয়ারতে মানুষের আগমন বেড়েছে। কেউ দলবদ্ধভাবে, আবার কেউ পরিবার নিয়ে এসে জিয়ারত করছেন। ভিড় সামাল দিতে স্বেচ্ছাসেবকদেরও সক্রিয় দেখা যাচ্ছে।”
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কবরস্থানের আশপাশে অবস্থান নিয়েছেন। প্রবেশপথে তারা নজরদারি করছেন এবং প্রয়োজন অনুযায়ী মানুষকে সারিবদ্ধভাবে কবর জিয়ারতের সুযোগ করে দিচ্ছেন।
কবর জিয়ারত করতে আসা কয়েকজন জানান, তারা ব্যক্তিগত অনুভূতি ও বিশ্বাস থেকে এখানে এসেছেন। অনেকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে দোয়া করছেন। কেউ কেউ নীরবে কিছু সময় কাটিয়ে স্থান ত্যাগ করছেন।
দায়িত্বরত কর্মকর্তারা জানান, আগামী দিনগুলোতেও মানুষের উপস্থিতি বাড়তে পারে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা আরো জোরদার করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ১১টায় মায়ের ডাকের সভাপতি ও ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলি, সাড়ে ১১টায় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও জিএস খায়রুল কবির খোকনের নেতৃত্বে শ্রদ্ধা জানান ’৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।
এছাড়া জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুসারীদের নিয়ে এসেছেন। আর কবরের পাশেই মাইকে বাজছে পবিত্র কোরআন তেলাওয়াত।
ঢাকা/আলী/সাইফ