গাইবান্ধায় জামায়াত প্রার্থীসহ আটজনের মনোনয়ন বাতিল
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থীসহ পাঁচজন ও গাইবান্ধা সদর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ তিনজন মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে চাকরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-২ (সদর) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ ও হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্যা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান। তিনি বলেন, “মনোনয়ন যাদের বাতিল করা হয়েছে, তারা প্রয়োজনে আপিল করতে পারবেন।”
গাইবান্ধায়-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ঢাকা/লুমেন/রাসেল