ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলের ৩টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৬, ২ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলের ৩টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বাতিল

শুক্রবার টাঙ্গাইলের চারটি আসনের প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিনটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাদ পড়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার আসনে ইসলামী আন্দোলনের তিন প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়।

আরো পড়ুন:

যাচাই-বাছাই শেষে টাঙ্গাইলের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক এসব তথ্য তুলে ধরেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকা, সঠিকভাবে হলফনামা পূরণ না করাসহ নানা কারণে এই প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদের মনোনয়ন বাতিল হয়েছে। 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।  

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার টাঙ্গাইল-৫ (সদর), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার), টাঙ্গাইল-৭ (মির্জাপুর), টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ঢাকা/কাওছার/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়