ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

০.৮ শতাংশ ভূমির জন্য রাশিয়ার ৪ লাখেরও বেশি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫১, ২ জানুয়ারি ২০২৬
০.৮ শতাংশ ভূমির জন্য রাশিয়ার ৪ লাখেরও বেশি সেনা হতাহত

রাশিয়া ২০২৫ সাল শেষ করেছে ইউক্রেনের শান্তি আলোচনায় অংশগ্রহণ এড়ানোর মাধ্যমে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার মধ্যদিয়ে। তবে চলতি বছর সামান্য আঞ্চলিক লাভের জন্য দেশটির সামরিক বাহিনী বিস্ময়কর হতাহতের শিকার হয়েছে।

সোমবার রাশিয়ার কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছিলেস, রাশিয়ান বাহিনী ২০২৫ সালে ৬ হাজার ৬৪০ বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে এবং ৩৩৪টি ইউক্রেনীয় বসতি দখল করেছে। 

আরো পড়ুন:

তবে পর্যবেক্ষণ সংস্থা আইএসডব্লিউ জানিয়েছে, রাশিয়া ৪ হাজার ৯৫২ বর্গকিলোমিটার এবং ২৪৫টি বসতি দখল করেছে।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, ইউক্রেন তার ৬ লাখ ৩ হাজার ৫৫০ বর্গকিলোমিটার (২৩৩,০৩২ বর্গমাইল) ভূখণ্ডের শূন্য দশমিক ৮ শতাংশ হারিয়েছে। এর জন্য রাশিয়ার প্রায় ৪ লাখ ২০ হাজার সেনা হতাহত হয়েছে। 

ইউক্রেনের জেনারেল স্টাফ যুদ্ধে মোট রাশিয়ান হতাহতের আনুমানিক সংখ্যা ১২ লাখেরও বেশি বলে দাবি করেছেন। এর পাশপাশি রাশিয়া প্রায় ১১ হাজার ৫০০ ট্যাঙ্ক এবং ২৪ হাজার সাঁজোয়া যুদ্ধ যান, ৩৭ হাজারেরও বেশি আর্টিলারি সিস্টেম, ৭৮১টি বিমান এবং চার হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনীয় শহর পোকরোভস্ক এবং মিরনোহরাদ দখল করতে পারেনি। দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াপোলের ৫৫ শতাংশ তাদের দখলে ছিল, যদিও তারা দাবি করেছিল যে তারা এটি সম্পূর্ণ দখল করেছে। এমনকি রাশিয়ান সামরিক সাংবাদিকরাও স্বীকার করেছেন, উত্তর খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক থেকে রাশিয়ান বাহিনীকে বিতাড়িত করা হচ্ছে, যদিও তারা এটি দখল করেছে বলে দাবি করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়