ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত শোক ও প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

রিজভী বলেন, “খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য এক বিশাল আশ্রয় ও প্রেরণার প্রতীক। ভয়ংকর দমন-পীড়নের সময়েও তার উপস্থিতিই বিএনপির নেতাকর্মীদের সাহস জুগিয়েছে। তিনি দেশ ছেড়ে যাননি, হুমকির মুখেও জনগণের পাশে থেকেছেন। সে কারণেই তিনি সত্যিকার অর্থে ‘জাতির মা’ হতে পারেন।”

তিনি বলেন, “একটি পরিবারে মা বেঁচে থাকলে সন্তানরা শক্তি পায়। ঠিক তেমনই খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আশ্রয়। আজ আমরা সেই আশ্রয় সাময়িকভাবে হারালাম।”

রিজভী অভিযোগ করেন, “কারাবন্দি অবস্থায় খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও ওষুধ থেকে বঞ্চিত করা হয়। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “জেলখানার ভেতরে পরিকল্পিতভাবে তাকে নিঃশেষ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এজন্যই আমি বলছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত চরিত্রের প্রশংসা করে রিজভী বলেন, “তিনি ছিলেন ধর্মপ্রাণ কিন্তু অসাম্প্রদায়িক, আধুনিক ও মানবিক একজন নেতা। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্ম ও বর্ণের মানুষ তার কাছে আশ্রয় পেত। তিনি কখনো কটু কথা বলেননি, প্রতিপক্ষের আক্রমণের জবাবেও শালীনতা বজায় রেখেছেন।”

তিনি আরো বলেন, “রাজনীতি মানে শুধু উচ্চস্বরে কথা বলা নয়, বরং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করা-এই দৃষ্টান্ত খালেদা জিয়া রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

শোকসভা আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিজভী বলেন, “খালেদা জিয়া শারীরিকভাবে চলে গেলেও কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ীভাবে বাস করবেন।”

বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়