ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৯, ২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত বিএনপি নেতার মৃত্যু

মো. জামাল উদ্দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যাওয়ার পথে আহত নোয়াখালীর এক বিএনপি নেতা মারা গেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৪ ডিসেম্বর রাতে কুমিল্লায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত বিএনপি নেতার নাম মো. জামাল উদ্দিন (৫৮)। তিনি নোয়াখালী পৌরসভার বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

নিহত জামাল উদ্দিনের ছেলে মো. রিয়াদ বলেন, “আমিও বাবার সঙ্গে একই গাড়িতে ছিলাম। দুর্ঘটনায় বাবা গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসা চলছিল। আট দিনের সংগ্রাম শেষে আজ মারা গেলেন।”

দলীয় সূত্র জানায়, ২৪ ডিসেম্বর রাত ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। এতে জামাল উদ্দিনও ছিলেন। বাসটি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়ক বিভাজকের (আইল্যান্ড) ওপর উঠে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে জামাল উদ্দিন একজন।

জামাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪ আসনের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। জামাল উদ্দিন আমাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য ক্ষতি ও শোকের বিষয়।”

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মরদেহ নোয়াখালীর পথে রয়েছে। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা/সুজন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়