ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক ৩ দুর্ঘটনায় আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২ জানুয়ারি ২০২৬  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক ৩ দুর্ঘটনায় আহত ২০

দুর্ঘটনার শিকার একটি বাস।

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এক রাতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টা ৪১ মিনিটে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় মাওয়ামুখী সাদ পরিবহন একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৯ জন আহত হন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা ১৩ মিনিটে একই এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজের ওপর একটি ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে আরো ১০ জন আহত হন।

এছাড়া শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৫টা ১৭ মিনিটে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের লৌহজং উপজেলার দুগাছী এলাকায় একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। এ ঘটনায় একজন আহত হন।

শ্রীনগর ফায়ার স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানায়, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তিনটি ঘটনাতেই কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা/রতন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়