বৈছাআ নেতা মাহদীর নিঃশর্ত মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ
শনিবার রাত সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ছবি: রাইজিংবিডি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন সংগঠনটি কেন্দ্রীয় নেতারা।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হওয়াতে রাস্তায় ধীরগতিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলামকে শাহবাগ অবরোধে দেখা যায়।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যার পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ওই ঘটনার পর ৩ জানুয়ারি মাহাদীকে গ্রেপ্তারের তথ্য দেয় হবিগঞ্জ পুলিশ। পরপরই তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পক্ষে একের পর এক পোস্ট দেওয়া হয়। সেখানেই শাহবাগ অবরোধের ডাক দেওয়া হয়।
ঢাকা/রায়হান/রাসেল