ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনা ডাক মাশুলে ভোটের ফল পাঠাবেন প্রিজাইডিং অফিসাররা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৭ জানুয়ারি ২০২৬  
বিনা ডাক মাশুলে ভোটের ফল পাঠাবেন প্রিজাইডিং অফিসাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগণনার ফল পাঠানোর প্রক্রিয়া সহজ করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসাররা কোনো অগ্রীম  ডাক মাশুল ছাড়াই ভোটগণনার বিবরণীর কপি ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে পারবেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী ভোট গণনার পর প্রিজাইডিং অফিসাররা বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবের কাছে পাঠাবেন। এ ক্ষেত্রে অগ্রীম অর্থ পরিশোধ করতে হবে না। চিঠি বীমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তিস্বীকার রেজিস্টার্ড পদ্ধতিতে পাঠানো হবে। পরে ‘বুক অ্যাডজাস্টমেন্ট’-এর মাধ্যমে ডাক মাশুলের অর্থ ডাক বিভাগকে পরিশোধ করবে নির্বাচন কমিশন।

নির্দেশনায় আরও জানানো হয়, ভোটগ্রহণের দিন আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত সংশ্লিষ্ট পোস্ট অফিসগুলো খোলা রাখতে হবে। ভোটগণনা শেষ করে যেন দ্রুত ফল পাঠানো যায়, সে লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ভোটগ্রহণের দিন থেকে পরবর্তী কয়েকদিন পর্যন্ত এই বিশেষ ডাক সেবা চালু থাকবে। প্রেরিত ফল বিবরণী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশনে পৌঁছাতে ডাক বিভাগকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া প্রিজাইডিং অফিসারদের অবশ্যই পোস্ট অফিস থেকে প্রাপ্তিস্বীকার পত্র সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/এসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়