ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পুলিশ এত গাড়ি ধরে কেন?’

নাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৭ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুলিশ এত গাড়ি ধরে কেন?’

হাজি সেলিম

সংসদ প্রতিবেদক : এত গাড়ি কেন ধরে পুলিশ, এমন প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম।

 

তিনি বলেন, ‘বলা নেই , কওয়া নেই বজ্রপাতের মতো গাড়ি দেখলেই পুলিশ ধরছে।’ তার প্রশ্ন, সরকার এত এত গাড়ি দেওয়ার পরও কেন পুলিশ পাবলিকের গাড়ি রিকুইজিশন দেয়।

যদি পুলিশের গাড়ি দরকার হয়, তাহলে সরকার যেন গাড়ির ব্যবস্থা করে, এমন পরামর্শও দেন তিনি।

 

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গাড়ি রিকুইজিশন দেওয়ার কারণে জনসাধারণের ভোগান্তি বাড়ছে। পুলিশ ভালো মাইক্রো, প্রাইভেটকার, সিএনজি দেখলেই রিকুইজিশন দিচ্ছে। কিন্তু কেন এত গাড়ি লাগে পুলিশের।

 

তিনি বলেন, পুলিশ গাড়ি রিকুইজিশন নিয়ে নিজেদের কাজে ব্যবহার করে। তারা রাস্তায় একটু পছন্দের গাড়ি দেখলেই তা রিকুইজিশন দিচ্ছে। এই কারণে বাচ্চাদের স্কুলে নিতে পারছেন না অভিভাবকরা। ব্যবসা-বাণিজ্যেও ক্ষতি হচ্ছে।

 

পুলিশের রিকুইজিশনের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কমেছে। মুরগির খাচার মতো লক্কড়ঝক্কড় মার্কা গাড়িতে মুরগির মতো ঠাসাঠাসি মানুষ বহন করা হচ্ছে। পুলিশের কারণে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এর একটা ব্যবস্থা করার দাবি জানান তিনি।

 

অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযানকে ধন্যবাদও জানিয়েছেন হাজি সেলিম।

 

 

রাইজিংবিডি/১৭ নভেম্বর ২০১৪/নাগ/নওশের/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়