ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোলার ঘটনায় উস্কানিদাতাদের বিচার দাবি জাসদের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলার ঘটনায় উস্কানিদাতাদের বিচার দাবি জাসদের

ভোলার বোরহানউদ্দীনে সংঘর্ষে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ। নেতারা ঘটনার উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ জাসদের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমানের পাঠানো বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ দাবি জানান।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল তথা বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান যুক্ত বিবৃতিতে বলেন, ‘সাম্প্রদায়িক চক্রের সহিংস ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শোক ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত ব্যক্তিবর্গসহ অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’

বিবৃতিতে জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন, ‘ঘটনার উস্কানিদাতা ও পরিকল্পিতভাবে যারা অরাজকতা সৃষ্টি করেছে, তাদের প্রতি আমরা কঠোর হুঁশিয়ারী জ্ঞাপন করছি। ’

সরকারের প্রতি বাংলাদেশ জাসদের এই দুই শীর্ষ নেতা বলেন, ‘আমরা সরকারকে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।’


নিউজ ডেস্ক/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ