ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফের আন্দোলনের ডাক নুরদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের আন্দোলনের ডাক নুরদের

ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার প্রতিবাদে ফের আন্দোলেনর ডাক দিয়েছে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’।

ঘোষণা অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি ঢাবি ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’৷ দাবি আদায় ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে জোটের ১২টি ছাত্রসংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

এসময় তিনি কয়েক দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে- ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ প্রক্টর গোলাম রব্বানীকে অপসারণ করতে হবে; প্রতিটি আবাসিক হলে প্রশাসনের তত্ত্বাধানে শিক্ষার্থীদের বৈধ সিট প্রদান করতে হবে; হলে হলে সন্ত্রাস, দখলদারিত্ব ও গণরুম-গেস্টরুমের নির্যাতন বন্ধ করতে হবে।

ডাকসু ভবনে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও বিচার করতে হবে; ক্যাম্পাসে সকল প্রকার হয়রানী বন্ধ করে সবার নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর প্রমুখ।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়