ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জনগণ আমাকে গ্রহণ করলে নির্বাচিত হব’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণ আমাকে গ্রহণ করলে নির্বাচিত হব’

শফিউল ইসলাম মহিউদ্দিন (ফাইল ফটো)

ঢাকা ১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘জনগণ যদি আমাকে গ্রহণ করে তাহলেই আমি নির্বাচিত হব।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ঢাকা ১০ আসনের উপ-নির্বাচনে ভোট চাইতে আমি মানুষের কাছে যাব। মানুষ গ্রহণ করলে নির্বাচিত হব। আমি শুধু জনগণকে বলব, আপনারা ভোট দিতে আসবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন।’

তিনি বলেন, ‘আমি যে আসনে এখন নির্বাচন করতে যাচ্ছি, এটা একদমই ব্যতিক্রম একটি আসন। কারণ এই আসনের ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আসনে সময় কেটেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনি আচারণবিধি অনুযায়ী মনোনয়পত্র জমা দেওয়ার সময় আমার সঙ্গে পাঁচ জনই ছিলেন। আইনের কোনো ব্যত্যয় করিনি।’

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়