ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনার মধ্যেও শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে: রিজভী 

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার মধ্যেও শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে: রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহামারি করোনাভাইরাসের এই পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহযোগিতায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।

রিজভী বলেন, ‘সরকার বড় বড় কথা বলছে, আর শত শত বস্তা চাল পাওয়া যাচ্ছে তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে। খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে।’

তিনি জানান, শ্রমিকদের প্রতি দরদ থেকে ডেনমার্কের ট্রেড ইউনিয়ন সহযোগিতা পাঠিয়েছে। আর জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের মধ্যে চাল, ডালসহ অন্যান্য সহযোগিতা দিচ্ছে।

জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের অধিকার আদায়ে নিরন্তন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার পাটকল শ্রমিকদের চাকরিচ্যুত করেছে। শ্রমিক দল তার প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে।’

রিজভী বলেন, ‘দেশে করোনার সনদ ভুয়া দেওয়া হয়। করোনা পরীক্ষায় যেসব হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও ভুয়া। যে দেশে মৃত্যু নিয়ে খেলা করা হয় সে দেশের সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করবে সেটা হতে পারে না।’ 

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদারসহ আরও অনেকে। 

ঢাকা/সাওন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ