ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: হাজী মিলন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১১ অক্টোবর ২০২০  
জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: হাজী মিলন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ফাইল ফটো)

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, আমাদের মা-বোন ও মেয়েরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী ও মায়ের সামনে সন্তান ধর্ষিত হচ্ছে। মুমূর্ষু স্বামীর রক্তের সন্ধানে গিয়ে স্ত্রী ধর্ষিত হচ্ছেন। এমন ব‌্যভিচার আদিম যুগেও ছিল না। সরকার তার দায়িত্ব এড়াতে পারে না।’

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রোববার (১১ অক্টোবর) বিকেলে রাজধানী পুরান ঢাকার আমলিগোলায় লালবাগ থানা জাপা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী মিলন বলেন, ‘জননিরাপত্তার স্বার্থে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। ধর্ষণকারীর বিরুদ্ধে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে সব অপরাধীই সতর্ক হয়। এর পাশাপাশি যে ধর্ষণ করবে তার সব সম্পদ ধর্ষণের শিকার হওয়া নারীকে দিতে হবে।’

মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় জাপা নেতা শাখাওয়াত হোসেন মকবুল, কামাল হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, তানভীর কলিমুল্লাহ প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়