ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কুলের নাম পরিবর্তন: ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১ ডিসেম্বর ২০২০  
স্কুলের নাম পরিবর্তন: ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করার প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন, যুগ্ম আহবায়ক এইচ এম আবু জাফর, মো. হাসানুর রহমান, বায়োজিদ হোসাইন আহবায়ক সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, গোলাম কিবরিয়া, ফারহান মো, আরিফুর রহমান, দ্বীন ইসলাম।

হাজী মো. মুহসিন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, স্যার এ এফ রহমান হলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন মীর, রাকিবুল হাসান, এস এম হলের যুগ্ম আহবায়ক আফসার উদ্দিন, অমর একুশে হলের সিনিয়র সহ সভাপতি জসীম খানসহ আরও অনেকে।

২০০৬ সালে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা। কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় ‘মোগলটুলী উচ্চ বিদ্যালয়।’

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়