ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৩:২৮, ২৯ মার্চ ২০২১
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ

ছবি: মনির হোসেন

স্বাধীনতা দিবসে মোদির সফরকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে হতাহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি।

সোমবার (২৯ মার্চ) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবে সামনে বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার স্বাধীনতারবিরোধী সরকার। স্বাধীনতা দিবসের দিনে সাধারণ মানুষের শরীর থেকে রক্ত ঝরিয়েছে।  অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করেছে।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আইন বিভাগের স্বাধীনতা হরণ করেছে।  ভারতের সঙ্গে  সম্পর্ক থাকতেই পারে।  কিন্তু ভারত যেভাবে আমাদের দেশের মানুষকে বর্ডার কিলিং করছে তা মেনে নেওয়া যায়না।  সীমান্তে গুলি করে হত্যা করার অধিকার কারো নেই।  বর্তমান সরকার গণতন্ত্রকে বিপন্ন করেছে।  শেখ হাসিনার ক্ষমতায় থাকায় আর কোনো অধিকার নেই।  

এ সময় মির্জা আব্বাসসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
 

মনির/ইয়ামিন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়