ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে সরকারের এজেন্সিগুলো দোষী’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৪৩, ২৭ অক্টোবর ২০২১
‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে সরকারের এজেন্সিগুলো দোষী’ 

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে সরকারের এজেন্সিগুলোকে দুষলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকে বলেছি, সরকারের এজেন্সিগুলো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে। মূল উদ্দেশ্যে হলো জনগণের ভাতের সংকট, ভোটের সংকট, বাকস্বাধীনতার সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির সংকট, এসব থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘চৌমহনীতে ২৩টি মামলায় ৭ হাজার ৯৬১ জনকে আসামি করা হয়েছে। এই মামলা শেষ হবে কবে? এগুলোতো শেষ হবে না। উদ্দেশ্য হলো-এই মামলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে তাদেরকে হয়রানি করা এবং একটা বড় গ্রেপ্তার বাণিজ্য করা।’

তিনি বলেন, ‘পূজামণ্ডপ ভাংচুরের ঘটনায় মোট ৬০টি মামলায় ১৫ হাজার ৯৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ইতোমধ্যে ভাল করে জেনে গেছেন যে, এই ঘটনাগুলোর পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ আছে। তারা তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা বিনষ্ট করছে।’

বরকত উল্লাহ বুলুসহ বিএনপির যেসব নেতাকর্মীর নামে এসব মামলা দেওয়া হয়েছে তাদের এই ঘটনার সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, ‘এই মামলাগুলো দিয়েছে শুধু তাদেরকে হয়রানি ও রাজনীতি থেকে দূরে সরানো প্রক্রিয়া হিসেবে। আসন্ন নির্বাচনের আগেই যেন বিএনপি নেতাকর্মীদের মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায়, মামলা দিয়ে সাজা দিয়ে, এজন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনজু প্রমুখ।

ঢাকা/সাওন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়