ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষ: বিকেলে ব্রিফিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১১ জুন ২০২২   আপডেট: ১৪:১২, ১১ জুন ২০২২
খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষ: বিকেলে ব্রিফিং

বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া (ফাইল ফটো)

বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১১ জুন) বেলা ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

চেয়ারপারস‌নের মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান এ তথ্য জানান। 

গতকাল (১০ জুন) মধ্যরা‌তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আবারও হাসপাতা‌লে খা‌লেদা জিয়া

শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া সিসিইউতে আছেন। চিকিৎসকরা তার পরবর্তী চি‌কিৎসার বিষ‌য়ে মে‌ডি‌ক্যাল বোর্ড ক‌রে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, চিকিৎসকরা প্রাথ‌মিক যে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাতে খালেদা জিয়ার হার্টে কিছু সমস্যা দেখা গেছে।

আরও পড়ুন: খা‌লেদা জিয়ার হা‌র্টের সমস্যা দেখা দি‌য়ে‌ছে: ফখরুল  

এদি‌কে, শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টায় বিএন‌পি চেয়ারপারস‌নের শা‌রীরিক অবস্থা নি‌য়ে তার চি‌কিৎসকরা বোর্ড মি‌টিং ক‌রেন। সেখা‌নে বেগম জিয়ার পরবর্তী চি‌কিৎসার বিষ‌য়ে যে সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। বিকেলে গুলশানে চেয়ারপারস‌নের অফিসে সংবাদ সম্মেলনে দ‌লের মহাস‌চিব এ বিষয়ে বিস্তারিত জানাবেন। 

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়