‘রাতের আঁধারে নির্বাচনে আনার জন্য লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে’

জাতীয় প্রেস ক্লাবের সামনে পথসভায় এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ
রাতের আঁধারে নির্বাচনে আনার জন্য লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে বলে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এনডিএমের দ্বিতীয় যুব সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে পথসভায় এ অভিযোগ করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, ‘বিএনপির অনেক নেতার সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো গোপন সমঝোতার চেষ্টা করছে। একদিকে দলটির সভা-সমাবেশে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করছে, অন্যদিকে রাতের আঁধারে তাদের নির্বাচনে আনার জন্য লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে৷ স্বাধীনতার ৫০ বছর পরেও সহিংস রাজনীতি থেকে, ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হয়ে আসতে না পারা আমাদের জন্য লজ্জা৷ গত নির্বাচনে কিছু জাতীয় গাদ্দারের সঙ্গে ঐক্য করে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছিল দলটি।’
তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য দায়ী আওয়ামী লীগ। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার আজ আন্তর্জাতিকভাবে বিতর্কিত। এজন্যই বিবিসির সাক্ষাৎকারে আমাদের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গুম-খুন নিয়ে প্রশ্ন করা হয়, যা দেশের জন্য অপমানজনক।’
ববি হাজ্জাজ বলেন, ‘দ্বিতীয়বারের মতো এনডিএম যুব সম্মেলন করতে যাচ্ছে৷ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আমাদের নেতাকর্মীদের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে তা আরও বেগবান হবে৷ আমাদের লক্ষ্য—নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করা এবং একই সঙ্গে ন্যূনতম পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনের মাঠে থেকে স্বৈরাচারী সরকারের ভোট কারচুপির অপচেষ্টা রুখে দেওয়া।’
পথসভায় আরও বক্তব্য রাখেন—এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ বিভিন্ন নেতা।
নঈমুদ্দীন/রফিক
আরো পড়ুন