ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইইউ অ্যাম্বাসেডরের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২ অক্টোবর ২০২২  
ইইউ অ্যাম্বাসেডরের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির আমন্ত্রণে ‘ব্রেকফাস্ট মিটিং’ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য জিএম কাদের।

রোববার (২ অক্টোবর) সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস হোয়াইটলির আমন্ত্রণে তার গুলশানের বাসায় এই মিটিং অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের  সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

সভায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, ফ্রান্স এর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এতে ব‌্যক্তিগত কুশলাদি বিনিময়ের পাশাপাশি জাতীয় পার্টির পক্ষ থেকে আসন্ন নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সেজন‌্য ইউরোপীয় ইউনিয়নের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় তৎপরতা সম্পর্কে অবহিত করা হয়।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়