ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলেমদের মুক্তি দা‌বি‌তে ২৮ অক্টোবর ঢাকায় হেফাজ‌তের ওলামা মাশায়েখ সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
আলেমদের মুক্তি দা‌বি‌তে ২৮ অক্টোবর ঢাকায় হেফাজ‌তের ওলামা মাশায়েখ সম্মেলন

কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দি‌য়ে‌ছে কওমি সমর্থিত অরাজ‌নৈ‌তিক সংগঠন হেফাজ‌তে ইসলাম বাংলা‌দেশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকা‌লে চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম তথা বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত সংগঠন‌টির নব গ‌ঠিত ক‌মি‌টির মজলিসে আমেলার বৈঠক শে‌ষে মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ ঘোষণা দেন।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠ‌কে দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজ‌তের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমীর আল্লামা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, আল্লামা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, অ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা জাকারিয়া নোমান প্রমুখ।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়