ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৮:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি

ঢাকা মহানগর দক্ষিণের অধীন শাহজাহানপুর, নিউ মার্কেট ও কদমতলী থানায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শাহজাহানপুর থানা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির নাহিদ এবং সদস্য সচিব সাঈদুর রহমান রিপন। নিউ মার্কেট থানা কমিটির আহ্বায়ক মিজান বেপারী, সদস্য সচিব শাহজালাল খান চঞ্চল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী মো. মনিরুজ্জামান মনির। কদমতলী থানা কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান দারা।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন। রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে থানা নেতৃবৃন্দকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কমিটির সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়