ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রাজনৈতিক দলগুলোকেই সঙ্কট সমাধান কর‌তে হ‌বে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
‘রাজনৈতিক দলগুলোকেই সঙ্কট সমাধান কর‌তে হ‌বে’

প্রগতিশীল ইসলামী জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি সঙ্কটের মুখে পড়েছে। এই সঙ্কট সমাধানে বিদেশি শক্তি নয়, বরং দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। রাজনীতিকরা ব্যর্থ হলে দেশের জনগণও ব্যর্থ হয়ে যাবে। নির্বাচনকেন্দ্রিক পুরো পরিস্থিতি পর্যালোচনা করে আশু সমাধান এখন জাতির কাম্য।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগানে প্রগতিশীল ইসলামী জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে তারা এসব কথা ব‌লেন।
নেতারা বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীর পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছেন, তা নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে বাঙালি মুসলমান সমাজ স্মরণ রাখবে। প্রগতিশীল ইসলামী জোট তার বক্তব্যের প্রতি সংহতি জানায়। একইসঙ্গে বিশ্বের কোথাও যেন ধর্মগ্রন্থ অবমাননার মতো ঘটনা না জন্ম হয়, সেদিকে বিশ্বনেতাদের সজাগ থাকার প্রত্যাশা করে শান্তিপ্রিয় মানুষ।

সাবেক সংসদ সদস্য ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জো‌টের নেতা মাওলানা হারিছুল হক,  মুহাম্মদ আতা উল্লাহ খান, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল, সামসুল আলম চৌধুরী সুরমা ভাই, অধ্যক্ষ  খন্দকার এনামুল নাছির, সুলতান জিসান উদ্দিন প্রধান, মাওলানা আতাউর রহমান আতিকী, মুহাম্মদ নাঈম হাসান, ডা. মোহাম্মাদ সম্রাট জুয়েল, মো. আখতার হোসেন, হাবিব উদ্দিন আহম্মেদ, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, এহতেশামুল ইসলাম রুবেল, মুফতি আহসান উল্লাহ সালামী, মাওলানা জোবায়ের হোসাইন  নেজামী, আব্দুল হাকিম দেওয়ান, ও জোটের সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুল ইসলাম খান বক্তব‌্য রা‌খেন।

নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়