ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিনবাজারে বিএনপির সমাবেশ আজ  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
আমিনবাজারে বিএনপির সমাবেশ আজ  

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার প্রবেশমুখে আজ সামবেশ করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে, রাজধানীর গাবতলী আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

প্রসঙ্গত, গত রোববার মধ্যরাতে সন্ত্রাসীরা মঞ্চ ভেঙে ফেলায় এবং পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আমিনবাজারে সমাবেশ করার অনুমতিও না দেওয়ায়, বিএনপির সোমবারের সমাবেশ স্থগিত করা হয় বলে জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

মেয়া/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়