ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো খা‌লেদার আবেদন আইন মন্ত্রণালয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০১:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো খা‌লেদার আবেদন আইন মন্ত্রণালয়ে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এমন তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন কোন অবস্থায় আছে? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটা দেখছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্যে পাঠানো হয়েছে।’

‘এখনো পুরো আবেদন আমি দেখিনি।’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমার মনে হয় যে, চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর আবেদন। অন্য কোনো আবেদন থাকার তো কথা না। তার কারণ হচ্ছে কিছুদিন আগে ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়েছে।’

সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী কোনো মন্তব্য করেননি।

তবে আবেদনের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।’

নঈমুদ্দীন/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়