ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

দুই সংসদ সদস্যের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩  
দুই সংসদ সদস্যের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মেয়র বলেন, 'দুজন বর্ষীয়ান রাজনীতিবিদের দেশপ্রেম ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা আজীবন মানুষের সেবা করেছেন যা জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের মৃত্যুতে দেশ দুজন প্রখ্যাত রাজনীতিবিদ ও অসাধারণ দেশপ্রেমিককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।'

উল্লেখ্য, মরহুম একেএম শাহজাহান কামাল সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। গতকাল রাতে তাঁরা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একই হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মেয়া/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়