ঢাকা     সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩০

সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই ওবায়দুল কাদের বিচলিত হন: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩  
সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই ওবায়দুল কাদের বিচলিত হন: রিজভী

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী

সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিচলিত হয়ে যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, যিনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, তার ওপর আক্রমণ করেন ওবায়দুল কাদের। তার ওপর নানা ধরনের কটু কথা বলেন।

ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, এখানে ডিসি-এসপিরা নৌকার পক্ষে ভোট চায়। তারা কাউকে পছন্দ করতে পারেন, ভোট দিতে পারেন; কিন্তু প্রকাশ্যে কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না। কারণ, নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন ডিসি, তাহলে কিভাবে একজন ডিসি নৌকার পক্ষ ভোট চায়। এতে বোঝা যায়, শেখ হাসিনার আগামী নির্বাচন কত একতরফা ও গণবিরোধী হবে। তার নমুনা এখনই ফুটে উঠেছে।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ, জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দাবি, সরকার তাকে মুক্তি দেবে। তিনি যেখানে উন্নত চিকিৎসা চান, নাগরিক অধিকার হিসেবে সেই দাবি পূরণ করবে।

তিনি বলেন, মহানগর গোয়েন্দা সংস্থার প্রধান তরবারি দিয়েছে দেশের প্রধান বিচারপতিকে। এই অস্ত্রের আদৌ লাইসেন্স আছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। দেশে প্রচলিত অস্ত্র আইন অনুযায়ী, এর সর্বনিন্ম সাজা ৭ বছর। তারা প্রচলিত আইন-কানুনের কিছুই তোয়াক্কা করেন না। তারা মনে করেন, শেখ হাসিনার কথাই আইন।

তিনি আরও বলেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে একটি তরবারি উপহার দিয়েছিলেন। সেটি এরশাদের বাসায় ছিল। সে কারণে তার শাস্তি হয়েছিল। 

রুহল কবির রিজভীর দাবি, সবাই এখন শেখ হাসিনার তল্পিবাহক। পুলিশ, প্রশাসন ও আদালত সবাই এখন শেখ হাসিনার অনুসারী। বিচারপতি থাকেন নীরবে-নিভৃতে। কেউ যাতে তাকে প্রভাবিত করতে না পারে। কিন্তু, প্রধান বিচারপতিকে অস্ত্র দিচ্ছে, যেটার কোনো লাইসেন্স নেই।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়