ঈদে মিলাদুন্নবীর মিছিলে হামলার প্রতিবাদে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ
পাকিস্তানের বেলুচিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মাসউদ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আইন সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলা কোনোমতে মেনে নেওয়া যায় না। ধর্মীয় রীতি-নীতি পালনে কোনো বাধা দেওয়া গণতন্ত্রান্ত্রিক চেতনা এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। সর্বকালের সর্বযুগের নবীর আগমনে আনন্দ র্যালি (মিছিল) করা একান্ত ভালবাসার প্রকাশ। হামলা কখনো ভালবাসার মাঝে বাধা হতে পারে না।
বক্তারা এ হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্র ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—মাহমুদ মোস্তফা জিলানী, মুহাম্মদ আবদুল হাকিম, শাহেদুল আলম চৌধুরী, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, মোহাম্মদ আল ফারুক, হাজী মোহাম্মদ রুবেল, অ্যাডভোকেট আবুল কালাম মজুমদার, হোসাইন আহমদ রেযা প্রমুখ।
মানববন্ধন শেষে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।
নঈমুদ্দীন/রফিক