ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুপু‌রে বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:১৫, ১৯ নভেম্বর ২০২৩
দুপু‌রে বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ

জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দেরের পর এবার রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে ‌দেখা কর‌তে বঙ্গভব‌নে যা‌চ্ছেন সংস‌দের বি‌রোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এম‌পি।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনে যা‌বেন তি‌নি। এ সময় তি‌নি রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষা‌তে মি‌লিত হ‌বেন। চা আপ‌্যায়‌নের ফাঁকে আসন্ন সংসদ নির্বাচনের বি‌ভিন্ন ইস‌্যু নি‌য়ে রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে আলোচনা হ‌তে পা‌রে ব‌লে জা‌নি‌য়েছে দল‌টির ঘ‌নিষ্ঠসূত্র।

আরো পড়ুন:

আগামী নির্বাচন যা‌তে সুষ্ঠু, অবাধ ও গ্রহণ‌যোগ‌্য হয় সে বিষ‌য়েও রাষ্ট্রপ‌তির দৃ‌ষ্টি আকর্ষণ কর‌বেন তি‌নি। নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির অবস্থান কি হ‌বে সে বিষ‌য়ে রাষ্ট্রপ‌তি‌কে অব‌হিত কর‌তে পা‌রেন ব‌লেও জানা গে‌ছে।

বি‌রোধীদ‌লীয় নেতা রওশন এরশাদের স‌ঙ্গে বঙ্গভব‌নে যা‌চ্ছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও  কাজী মো. মামুনূর রশিদ।

জানা গে‌ছে, বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষা‌তের বিষয়‌টি নি‌য়ে রওশন এরশা‌দের অনুসা‌রী নেতাকর্মী‌দের মা‌ঝে অস‌ন্তোষ দেখা দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আগ থে‌কে অনেক সি‌নিয়র নেতা‌কে জানা‌নো হয়‌নি। যা আগ থে‌কে দলীয় ফোরা‌মেও আলোচনা করা হয়‌নি। যারা দীর্ঘ‌দিন ধ‌রে বি‌রোধীদলীয় নেতার স‌ঙ্গে রাজনী‌তি কর‌ছেন তা‌দের রাখা হয়‌নি বঙ্গভব‌নে সাক্ষা‌তের তা‌লিকায়। এমন‌কি বাদ প‌ড়ে‌ছেন বি‌রোধীদ‌লীয় নেতার রাজনৈ‌তিক স‌চিব গোলাম মসীহসহ সি‌নিয়র নেতারাও। জিএম কা‌দের এর ম‌তো বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদ‌কে বঙ্গভব‌নে ‌নি‌য়ে আলোচনায় আস‌তে দল‌টির এক নেতা এই কর্মসূ‌চি ঠিক ক‌রে‌ছেন ব‌লেও জানা গে‌ছে।

অভিযোগ আছে, ওই নেতার অতি উৎসাহী নানা কর্মকাণ্ডের কার‌ণে বি‌রোধীদলীয় নেতাকে যেমন বিত‌র্কিত করা হ‌চ্ছে, তেম‌নি তার অনুসা‌রী নেতারাও হ‌চ্ছেন বিব্রত। ওই নেতার পরাম‌র্শেই ‌মহাজো‌টের হ‌য়ে নির্বাচন কর‌বেন ব‌লে‌ রোববার চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে। ‌সেই চি‌ঠির বিষ‌য়ে বি‌রোধীদলীয় নেতা নি‌জেই গণমাধ‌্যমে ব‌লে‌ছেন, তি‌নি কো‌নো চি‌ঠি দেন‌নি।

/নঈমুদ্দীন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়