ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না: নিখিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৩০ নভেম্বর ২০২৩  
বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না: নিখিল

ছবি: রাইজিংবিডি

বিএনপিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করেন না যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই প্রশ্নের জবাবে নিখিল বলেন, আপনারা কাকে প্রতিপক্ষ বলছেন জানি না। বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তারা একটি বিচ্ছিন্ন দল।

যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তাদের (বিএনপি) জন্ম হয়েছে মানুষ খুনের মধ্য দিয়ে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে কী তাণ্ডব চালিয়েছে, সেটা জাতি দেখেছে। তাদের জন্ম হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বিএনপিকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। তারা একটি সন্ত্রাসি সংগঠন।

এ সময় প্রথমবার সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

/সুকান্ত/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়