অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চায় ইসলামিক ফ্রন্ট
নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলটির মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এ আহ্বান জানান।
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪’ উপলক্ষে ইসলামিক ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তৃতায় জয়নুল আবেদীন জুবাইর বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্ববহ। কিন্তু দুষ্টচক্র এ নির্বাচন বানচালের জন্য বহুমাত্রিক চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশব্যাপী চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা দৃশ্যমান হচ্ছে। যা আসন্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে।
নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ঢাকাসহ সারাদেশের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে স্ব স্ব এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব প্রার্থীদের জনঘনিষ্ট কর্মসূচি নিয়ে ভোটারদের চেয়ার প্রতীকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে হবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।
উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। ঢাকা মহানগর সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালেক, এস এম তারেক হোসাইন, এম এ বাছির, আবু নোমান ভূঁইয়া, সাজ্জাদ হোসেন, দেলোয়ার হোসেন ফয়সাল ও আবু সায়িদ সাফিন প্রমুখ।
/নঈমুদ্দীন/এসবি/