ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিসিইউতে বেগম খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:২১, ১১ ডিসেম্বর ২০২৩
সিসিইউতে বেগম খালেদা জিয়া

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, হঠাৎ করে বেগম খালেদা জিয়ার শরীর খারাপ হলে তাকে কেবিন থেকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়