ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

শিবনারায়ণ দাসের মৃত্যুতে বাসদের শোক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৯ এপ্রিল ২০২৪  
শিবনারায়ণ দাসের মৃত্যুতে বাসদের শোক

বাংলাদেশের পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের পতাকার শিল্পী ছিলেন শিবনারায়ণ দাস। সে পতাকা ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রদের পক্ষে উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রব। সবুজ জমিনে লাল বৃত্তের সূর্যের ওপর বাংলাদেশের যে হলুদ মানচিত্রটি ছিল, তা অঙ্কন করেছিলেন শিবনারায়ণ দাস। মুক্তিযুদ্ধের সময় এ পতাকা হাতে নিয়েই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরনপণ লড়াই করেছিল। স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে লাল-সবুজের পতাকাটিই বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

বজলুর রশীদ ফিরোজ বলেন, শিবনারায়ণ দাস ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের স্বাধীনতাকামী রেডিক্যাল অংশের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা। তার স্বপ্ন ছিল— শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য দেশপ্রেমিক সাহসী মুক্তিযোদ্ধাকে হারালো।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়