ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১০ জুলাই ২০২৪  
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের বৈঠক

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মিডিয়া সেলের নেতারা। 

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, মাহমুদা হাবিবা, ফারজানা শারমিন পুতুল, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও অধ্যাপিকা রাশেদা বেগম হিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মাঝে কিছু তথ্য আদান-প্রদানসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

এমএ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়