ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিহাদ-হাসিবের নেতৃ‌ত্বে ঢাবি ছাত্রপক্ষের ক‌মি‌টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১২ জুলাই ২০২৪  
জিহাদ-হাসিবের নেতৃ‌ত্বে ঢাবি ছাত্রপক্ষের ক‌মি‌টি

খালিদ সাইফুল্লাহ জিহাদকে আহ্বায়ক এবং জুবায়ের হাসিবকে সদস্য সচিব ক‌রে বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) অপরাজেয় বাংলার পাদদেশে ১১ সদস্য বি‌শিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আকিব হাসান।

এ সময় তি‌নি বলেন, বাংলাদেশের ছাত্ররাজনীতির আঁতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি অধিকার আদায়ের গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন আমাকে আশান্বিত করছে। আমি বিশ্বাস করি, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত অঙ্গীকারকে বুকে ধারণ করে নবনির্বাচিত নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবেন।

কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব সারাফ আনজুম বিভা বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত তিন মূলনীতি—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদের রাজনীতিসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সে লক্ষ্য পূরণে বাংলাদেশ ছাত্রপক্ষ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বিনির্মা‌ণে কাজ করবে।

ঢাবি ছাত্রপ‌ক্ষের নবনির্বাচিত আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ বলেন, এ দেশের মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান-মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র কোনো অবস্থাতেই বৈষম্য প্রদর্শন করবে না, এ অঙ্গীকারেই মরণপণ করে সশস্ত্র সংগ্রামে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ। রাষ্ট্রকে বৈষম্যহীন করাই ছিল তাদের স্বপ্ন। সুতরাং, কোটা সংস্কারের প্রশ্নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না। 

ক‌মি‌টি গঠন শে‌ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে ছয় দফা দাবি পেশ করেন নবনির্বা‌চিত সদস্য সচিব জুবায়ের হাসিব।

তি‌নি বলেন, আবাসন, নিরাপদ ক্যাম্পাস, চাকরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শত বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের মৌলিক কোনো সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবে ছাত্রপক্ষ। 

এ সময়ে উপস্থিত ছিলেন—ছাত্রপক্ষের সহকারী অর্থ সম্পাদক তানজিনা জুঁই, অর্পিতা শিরিন স্বর্ণা, খালিদ হাসান প্রান্ত, রফিকুল সৌরভ, হৃদয় আহমেদ সানী, আসিফ আদনান, ফারজানা রুপন্তি, সৈকত ইসলাম প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়