ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ শিক্ষার্থী নিহত 

বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দা‌বি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৭ জুলাই ২০২৪  
বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দা‌বি

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ৬ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে এ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১৬ জুলাই) এক শোকবার্তায় তি‌নি এ দা‌বি জানান। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে জিএম কা‌দের তা‌দের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বি‌রোধী দলীয়নেতা বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের দাবি যৌক্তিক। তাদের এ যৌক্তিক দাবি মেনে নিতে হবে। বিচার বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ক‌রে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তিনি।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ শান্তিপূর্ণভাবে অহিংস প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল। তখন ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। এই নির্মম হত্যাযজ্ঞের ভিডিও বিশ্ববাসী দেখেছে।

তিনি বলেন, কোটা পদ্ধতিতে নিয়োগ পাওয়া, সরকারি দলের আনুগত্যে অন্ধ ও অনুপযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ নির্বিচারে হামলা করেছে আন্দোলনরত নিরীহ ছাত্রদের ওপর। গণমাধ্যমের একাধিক রিপোর্টে প্রকাশ আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আগ্নেয়াস্ত্র বের করে সরকারি দলের অঙ্গসংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি করেছে। কিন্তু অবৈধ অস্ত্রধারীদের বাধা দেওয়া হয়নি বা গ্রেপ্তার করা হয়নি। রাতের আধারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরীহ ছাত্রীরাও রেহাই পায়নি এইসব নরপশুদের নির্যাতন থেকে।

‌তি‌নি বলেন, প্রতিবেশী দেশ শ্রীলংকায় কিছু দিন আগে ব্যাপক আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী দরকারের বেশী শক্তি প্রয়োগ করেনি বোঝা যায়। কেননা, শ্রীলংকায় এত বড় আন্দোলন হলো কিন্তু কোন মায়ের কোল খালি হয়েছে বলে শুনিনি।

আইনের শাসন এবং ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনের জন্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে মন্তব‌্য ক‌রে জাপা চেয়ারম‌্যান ব‌লেন,  দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অন্যায়, অবিচার ও অত্যাচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়েছে। চলছে, দুষ্টের পালন আর সৃষ্টের দমন। এক শ্রেণীর মানুষ এখন আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। শাসকশ্রেণী আইনের প্রয়োগ ও বাস্তবায়ন নিয়ন্ত্রণ করছে।

ছারছীনা শরীফের পীর সাহেবের মৃত্যুতে শোক

উপমহাদেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা শরীফের পীর সাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

এক শোকবার্তায় প্রয়াত ধর্মীয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুরে শোক সন্তপ্ত পরিবার ও মুরিদানের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে ছারছীনা শরীফ পীর সাহেব অসামান্য অবদান রেখেছেন। তিনি আজীবন ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন ইসলামিক চিন্তাবিদ ও ধর্মীয় নেতাকে হারালো।

উপমহাদেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা শরীফের পীর সাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ’র মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়