ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জালিম শক্তির ধ্বংস ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২ আগস্ট ২০২৪  
‘জালিম শক্তির ধ্বংস ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না’

কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়ার মাগফিরাত কামনায় দোয়া কর্মসূচি পালন ক‌রে‌ছে হেফাজ‌তে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২ আগস্ট) বাদ আসর চট্টগ্রাম জামিয়া আজিজুল উলুম বাবুনগরে দোয়া মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, কোটা আন্দোলন এখন ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে রূপ নিয়েছে। শহিদদের রক্তের পথ বেয়েই এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়, ছাত্র হত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। এই শাসকগোষ্ঠীর হাতে ছাত্র হত্যার বিচার আকাশকুসুম কল্পনা মাত্র। শাপলা চত্বরে শহিদ হেফাজতকর্মী ও মাদরাসাছাত্রদের খুনের বিচার গত ১০ বছরেও করা হয়নি। এক্ষেত্রে সরকারের কোনো বিকার নেই, অনুতাপ নেই। বরং, বারবার নির্দয় অস্বীকারের দুঃসাহস দেখেছি আমরা। সুতরাং, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না। এই জালিম শক্তির ধ্বংস ছাড়া এ দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না।

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আজকে নির্বিচার গুলি, গণগ্রেপ্তার, গুম ও অন্যায়-জুলুমের বিরুদ্ধে এবং ছাত্র হত্যার বিচারের দাবিতে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। আমাদেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে। আমরা রক্তে ভেদাভেদ করি না। ন্যায়ের পক্ষে এবং জুলুম-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহিদ। আর শহিদদের রক্ত কখনো বৃথা যায় না। তাদের রক্তের পথ বেয়েই আমাদের জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে, ইনশাআল্লাহ। আমি ছাত্র সমাজকে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা  হাফেজ হাবীবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, হেফাজত কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান গুনবী, মাওলানা মুহাম্মদ বাবুনগরী, মুফতি ইসমাইল প্রমুখ।

ঢাকায় দোয়া মাহফিল:
হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি বশির উল্লাহ, মাওলানা জুবাইর আহমদ, মুফতি শরীর উল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা এহসানুল হক, মাওলানা আবদুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা তৈয়ব, মাওলানা মুমিনুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল:
ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইসলামিয়া দারুল আকরামে বাদ জুমা দোয়া করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান। উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা আব্দুল হালিম, মাওলানা আলী আজম, মাওলানা আনাস সা’দ, মাওলানা আসাদ।

চট্টগ্রাম মহানগরীতে দোয়া মাহফিল:
চট্টগ্রাম মহানগরীতে মুফতি হারুন ইজহারের সভাপতিত্বে লালখান বাজার মাদ্রাসায় দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, মাওলানা জিয়াউল রহমান প্রমুখ।

কুমিল্লায় দোয়া মাহফিল:
বাদ আসর কুমিল্লা মহানগরীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে হতাহতদের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানী, মুফতি আমজাদ হোসাইন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাখাওয়াত বিন তাহের, হাফেজ মাওলানা সোলায়মান, হাফেজ মাওলানা আমানুল্লাহ মুন্সী, মাওলানা মারুফ রহমান মাওলানা জাকির, মাওলানা মুফতি ইমাম হোসাইন, হাফেজ মাওলানা সাখাওয়াত রাহাত, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা আহসান হাবীব, হাফেজ মাওলানা শাহাবুদ্দিন প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়