ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

নজরুল ইসলাম ও আমির খসরুর বাসায় গেলেন বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৩১, ৩ আগস্ট ২০২৪
নজরুল ইসলাম ও আমির খসরুর বাসায় গেলেন বিএনপি মহাসচিব

বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান-এর স্ত্রী কান্তা ইসলাম গুরুতর অসুস্থ। তাকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বনানীর বাসায় গেছেন।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টার দিকে বিএনপি মহাসচিব নজরুল ইসলাম খানের বাসায় যান।

মির্জা ফখরুল কিছু সময় সেখানে অবস্থান করেন এবং গুরুতর অসুস্থ নজরুল ইসলাম খান-এর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এ সময় নজরুল ইসলাম খান-এর ছেলে অনিক খান এবং তার স্ত্রী রাবেয়া আক্তার রাখি খান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান-এর বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এসময় বাসায় আমির খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী তাহেরা খসরু এবং তাদের ছেলে ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এবং আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন।

এমএ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়