শেখ হাসিনার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১০ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজারখানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ/এনএইচ