ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

অন্তর্বর্তী সরকার‌কে স্বাগত জা‌নি‌য়ে জাপার সংস্কার চান বি‌দিশা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১১ আগস্ট ২০২৪  
অন্তর্বর্তী সরকার‌কে স্বাগত জা‌নি‌য়ে জাপার সংস্কার চান বি‌দিশা

নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার‌কে স্বাগত জা‌নি‌য়ে জাতীয় পা‌র্টির বর্তমান নেতৃত্বের সংস্কার চে‌য়ে‌ছেন হু‌সেইন মুহম্মদ এরশা‌দের সা‌বেক সহধর্মি‌নী বি‌দিশা।

রোববার (১১ আগস্ট) রাইজিংবি‌ডি‌কে তি‌নি ব‌লেন, ‘আমি এরশাদ সাহেবের মূলধারার জাতীয় পার্টিকে আবারও দেখতে চাই যোগ্য নেতৃত্বের হাতে। যারা এ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন। আসুন এরশাদ সাহেবের জাতীয় পার্টিকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে ঢেলে সাজাই। তাহলেই দেশ ও জাতীর প্রত্যাশা পূরণ হবে। আর শান্তি পাবে মরহুম এরশাদ সাহেবের বিদেহী আত্মা’।

বি‌দিশা ব‌লেন, ‘আজ একটি ছবি দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। মরহুম রাষ্ট্রপতি এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। এদেশের মাটি ও মানুষের সাথে ছিলো তার আত্মার সম্পর্ক। সকলের ভালোবাসায় তিনি সব সময়ই সিক্ত ছিলেন। তারা ভালোবেসে তার নাম দিয়েছিলেন পল্লীবন্ধু। দুঃখজনক যে, এরশাদ সাহেবের জাতীয় পার্টি আজ আর নেই। তার মৃত্যুর পর জাতীয় পার্টি শক্তিশালী নেতৃত্ব হারায়’।

তি‌নি ব‌লেন, ‘আজ জাতীয় পার্টি জনগণ কর্তৃক নিন্দিত ও ধিক্কৃত। তার প্রধান কারণ, জনগণের আশা-আকাঙ্ক্ষার মূল্যায়ন না করে এ দলটি বিগত ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। বারবার হয়েছে গৃহপালিত বিরোধী দল। অথচ এ দলটির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা ছিলো যতদিন এরশাদ সাহেব এর নেতৃত্ব দিয়েছিলেন’।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়